শিরোনাম
সিরিয়ায় প্রথম করোনা রোগীর মৃত্যু
প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ০৮:৪৪
সিরিয়ায় প্রথম করোনা রোগীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সিরিয়ায় প্রথম মৃত্যু হয়েছে।


রবিবার (২৯ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।


খবরে বলা হয়, করোনায় সিরিয়ায় এক নারীর মৃত্যু হয়েছে। এটি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রথম মৃত্যু বলে সরকারিভাবে জানানো হয়েছে। দেশটিতে এ পর্যন্ত পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।


তবে চিকিৎসকরা জানান এর সংখ্যা আরো বেশি। বিষয়টি অস্বীকার করে দেশটির কর্মকর্তারা জানান, করোনা মোকাবিলায় লকডাইনসহ কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।


গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। সবশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি এরইমধ্যে বাংলাদেশসহ বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়েছে। এসব দেশ থেকে নতুন রোগীর তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি যোগ হচ্ছে নতুন দেশের নাম।


করোনাভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


প্রসঙ্গত, করোনাভাইরাসে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ৩০ হাজার ৮২২ জনের মৃত্যু হয়েছে। বিপরীতে সেরে উঠেছেন ১ লাখ ৩৯ হাজার ৪৫১ জন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com