শিরোনাম
করোনাভাইরাস: ফ্রান্সে একদিনেই ঝরলো ২৯২ প্রাণ
প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ০৮:৩০
করোনাভাইরাস:  ফ্রান্সে একদিনেই ঝরলো ২৯২ প্রাণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মহামারি এই ভাইরাসের সংক্রমণে ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় আরো ২৯২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬০৬ জনে দাঁড়িয়েছে।


রবিবার (২৯ মার্চ) দেশটির জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের পরিচালক জেরমি সালোমন এই তথ্য দিয়েছেন।


তিনি গত ফেব্রুয়ারিতে দেশে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৪০ হাজার ১৭৪ জনকে করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।


ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের প্রধান জানান, প্রায় ১৯ হাজার কোভিড-১৯ রোগী এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে ৪ হাজার ৬৩২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।


প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ১৭ হাজার ৯৭৬ জন। আর সর্বশেষ হিসাব অনুযায়ী, করোনায় বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ৩৩ হাজার ৮৮৩। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৫০ হাজার ৯১৪ জন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com