শিরোনাম
করোনাভাইরাস: বিশ্বব্যাপী একদিনেই ঝরলো ৩৫১৬ প্রাণ
প্রকাশ : ২৯ মার্চ ২০২০, ১১:৫৯
করোনাভাইরাস: বিশ্বব্যাপী একদিনেই ঝরলো ৩৫১৬ প্রাণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী বিশ্বব্যাপী করোনাভাইরোসে শুধু শনিবারই (২৮ মার্চ) মৃতের সংখ্যা ৩ হাজার ৫১৬ জন। যা আজ পর্যন্ত একদিনে সর্বোচ্চ। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০ হাজার ৮৫৭ জনে। আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৩ হাজার ৭৯ জন। সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৪২ হাজার ১৮৩ জন।


করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত ইতালি। ইতালিতে মৃতের সংখ্যা দিন দিন হু হু করে বাড়েছে। এখন পর্যন্ত সেখানে মারা গেছেন ১০ হাজার ২৩ জন। ইতোমধ্যে করোনাভাইরাসের উৎপত্তি স্থান চীনকেও পেছনে ফেলেছে স্পেন। সেখানে মৃতের সংখ্যা ৫ হাজার ৯৮২ জন।


তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৫৭৮ জন। শনিবার একদিনে মৃত্যু হয়েছে ৫২৫ জন এবং মোট মৃত্যু ২ হাজার ২২১ জন।


করোনাভাইরাস সংক্রমণে যুক্তরাজ্যে শনিবার আরো ২৬০ জনের মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা এক হাজার ১৯ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ১৭ হাজার ৮৯ জনে দাঁড়িয়েছে।


বাংলাদেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগী ৪৮ জন। সরকারি হিসাবে মোট মৃত্যু হয়েছে ৫ জনের। তবে শনিবার পর্যন্ত নতুন করে কেউ আক্রান্ত হয়নি।


২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেইপ্রদেশের রাজধানী উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এ ভাইরাসের প্রকোপ বাড়ছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com