শিরোনাম
‘দুঃখিত, কিছু মানুষকে মরতেই হবে’
প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ১৬:২৬
‘দুঃখিত, কিছু মানুষকে মরতেই হবে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেছেন, আমি দুঃখিত, কিছু মানুষকে মরতেই হবে, এটি জীবন। এ জন্য আপনি গাড়ি কারখানা বন্ধ করে দেবেন এমনটি হতে পারে না। যা ঘটছে সেদিকে আমাদের দেখতে হবে, এটি নিয়ে রাজনীতি করার কিছু নেই।


শুক্রবার (২৮ মার্চ) টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। খবর এনডিটিভির।


বিশ্বজুড়ে করোনা আতঙ্কে ভাইরাসের বিস্তার ঠেকাতে এক এক করে বন্ধ করে দেয়া হচ্ছে সবকিছু। কিন্তু দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে নারাজ ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। যদিও তিনি নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এখনো সুস্থ রয়েছেন তিনি।


এর আগেও করেনা ভাইরাসকে ‘ফ্যান্টাসি’ বলে মশকরা করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ব্রাজিলে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৩ জন। মারা গেছেন ৬৮ জন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মারা গেছেন ২৭ হাজার ৩৬০জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার জন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com