শিরোনাম
ভারতে এক ধর্মপ্রচারক থেকে ৪০ হাজার মানুষ করোনায় আক্রান্ত!
প্রকাশ : ২৭ মার্চ ২০২০, ২২:৪৮
ভারতে এক ধর্মপ্রচারক থেকে ৪০ হাজার মানুষ করোনায় আক্রান্ত!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের পাঞ্জাব প্রদেশে ২০টি গ্রামের ৪০,০০০ বাসিন্দাকে কোয়ারিন্টিনে রাখা হয়েছে। তাদের সবার দেহে এই রোগ সংক্রমিত হয়েছে মাত্র একজনের কাছ থেকে।


বিবিসি জানিয়েছে, সম্প্রতি বলদেব সিং নামে এক শিখ ধর্মপ্রচারক ইতালি এবং জার্মান সফর শেষে দেশে ফিরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। আর এই ঘটনা প্রকাশিত হয়েছে তার মৃত্যুর পর। করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর জন্য স্বেচ্ছায় জন-বিচ্ছিন্ন থাকার যেসব উপদেশ রয়েছে তিনি তার কোনোটাই মেনে চলেন নি।


বলদেব সিং তার মৃত্যুর কিছুদিন আগে শিখ ধর্মের একটি উৎসব হোলা মহল্লা উপলক্ষে বড় ধরনের এক জনসমাবেশে যোগ দিয়েছিলেন। ছয়দিনব্যাপী ঐ উৎসবে প্রতিদিন প্রায় ১০,০০০ মানুষ যোগ দিয়েছিলেন। বলদেব সিংয়ের মৃত্যুর পর তার ১৯জন আত্মীয়র দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।


পাঞ্জাবের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এপর্যন্ত আমরা ৫৫০ ব্যক্তিকে শনাক্ত করতে পেরেছি যারা সরাসরিভাবে তার সংস্পর্শে এসেছিল। কিন্তু এই সংখ্যা এখন বাড়ছে। তিনি যেখানে থাকতেন তার আশেপাশে ১৫টি গ্রাম আমরা এপর্যন্ত সিল করে দিয়েছি। সুত্র: বিবিসি


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com