শিরোনাম
ফিলিস্তিনের ভুল স্বীকার
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৬, ১৭:২৯
ফিলিস্তিনের ভুল স্বীকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপদেষ্টা হুসাম জমলত স্বীকার করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃতি আদায় না করেই ইসরাইলকে স্বীকৃতি দেয়াটা ছিল আমাদের একটি ভুল।


প্যালসাভাডটপিএস বৃহস্পতিবার এ খবর দিয়েছে।


তিনি বলেন, দুটি বিষয় নিষ্পত্তি না হলে ভবিষ্যতে আমরা কোনো দ্বিপাক্ষিক বৈঠক কিংবা আন্তর্জাতিক ফোরামে যোগ দেবো না। প্রথমত, ১৯৬৭ সালের সীমান্ত মেনে নিতে হবে এবং দ্বিতীয়ত বসতি স্থাপন বন্ধ করতে হবে।


এদিকে ইসরাইলে এক জনমত জরিপে দেখা গেছে, দেশটির বেশিরভাগ মানুষ মনে করে, ইসরাইল-ফিলিস্তিন শান্তি কখনোই প্রতিষ্ঠিত হবে না।


একটি নিউজ ওয়েবসাইট পরিচালিত এ জরিপে ৬৪৬ জন অংশ নেয়। তাদের মধ্যে ইসরাইলি আরবরাও ছিল। জরিপে অংশগ্রহণকারীদের ৬৪% বলেছে, দুই রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি আসা সম্ভব, তবে সেটা তারা দেখতে পাবেন বলে আশা করেন না।


জরিপে অংশগ্রহণকারীদের মাত্র চার ভাগ অবশ্য আশাবাদী যে, আগামী পাঁচ বছরের মধ্যে পরিস্থিতি ভালোর দিকে যেতে পারে। ২৪% অংশগ্রহণকারী মনে করেন, শান্তিচুক্তি সম্ভব, তবে তাতে পাঁচ বছরেরও বেশি সময় লেগে যেতে পারে। উত্তরদাতাদের আট শতাংশ কোনো মতামত দেয়নি। সূত্র: প্যালেস্টাইন ক্রনিকল


বিবার্তা/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com