শিরোনাম
করোনাভাইরাস: কাশ্মীরে প্রথম মৃত্যু
প্রকাশ : ২৬ মার্চ ২০২০, ১৭:৫৪
করোনাভাইরাস: কাশ্মীরে প্রথম মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পুরো পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রাণঘাতি এ ভাইরাসের ছোবল থেকে ছাড় পাচ্ছে না কোনো দেশ বা অঞ্চল। দীর্ঘদিন ধরে অচলাবস্থায় আছে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর। এবার সেখানেও ছড়িয়ে পড়তে শুরু করেছে করোনা। এরইমধ্যে করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে কাশ্মীরে।


বৃহস্পতিবার (২৬ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানায়, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। তার বয়স ৬৫ বছর। সম্প্রতি তিনি এ অঞ্চলের ভাইরে থেকে ভ্রমণ করে ফেরেন।


স্থানীয় সরকারের মুখপাত্র রোহিত কানসাল জানান,এই প্রথম কভিড-১৯-এ আক্রান্ত হয়ে কাশ্মীরে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। দুই দিন আগে ওই ব্যক্তির করোনা পিজিটিভ ধরা পড়ে।


মারা যাওয়া ওই ব্যক্তির সংস্পর্শে যাওয়া আরও ৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে বলে জানান রোহিত।


এদিকে ওই ব্যক্তির মৃত্যুতে কাশ্মীরের করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com