শিরোনাম
করোনাভাইরাস: ইতালিতে নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়ালো
প্রকাশ : ২৩ মার্চ ২০২০, ০৮:০৫
করোনাভাইরাস: ইতালিতে নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইতালিতে করোনারোগীর মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রবিবার (২২ মার্চ) নতুন করে আরো ৬৫১ জনের মৃত্যুর ঘটনায় মোট নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়ালো।


আলজাজিরা ইতালির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবারের এক প্রতিবেদন জানিয়েছে, দেশটিতে একদিনে মৃত্যুর সংখ্যা ১৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে। সব মিলিয়ে ইতালিতে করোনায় প্রাণ হারালেন ৫ হাজার ৪৭৬ জন। চীনে সংখ্যাটা ৩ হাজার ২৬১।


এর আগে শনিবার (২১ মার্চ) ইতালিতে রেকর্ড ৭৯৩ জনের প্রাণহানি ঘটে। তবে রবিবার (২২ মার্চ) অবশ্য দেশটিতে আক্রান্তের সংখ্যা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে। শনিবারের ৫৫ হাজার ৫৭৮ এর তুলনায় রবিবার মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৫৯ হাজার ১৩৮।


আক্রান্তদের মধ্যে ৭ হাজার ২৪ জন অবশ্য সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। তবে আশঙ্কার বিষয় হলো ইতালিতে বর্তমানে ১ হাজার ৯ জন কোভিড-১৯ রোগী বিভিন্ন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। যাদের অবস্থাও ভালো না।


ইতালিতে মহামারি করোনাভাইরাস সবচেয়ে বেশি ছোবল মেরেছে উত্তরের লোম্বার্ডি অঞ্চলে। শুধু ওই অঞ্চলটিতেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৫৬ জন মানুষের। এছাড়া আক্রান্ত মানুষের সংখ্যাও সেখানে ২৭ হাজার ২০৬। গত একদিনে আক্রান্ত বেড়েছে ৩ হাজার ৯৫টি।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com