শিরোনাম
দ্বিতীয় বিতর্কে হিলারি-ট্রাম্পের জোর প্রস্তুতি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৬, ১৬:১৬
দ্বিতীয় বিতর্কে হিলারি-ট্রাম্পের জোর প্রস্তুতি
নিউইয়র্ক প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ‍মুখোমুখি বিতর্কের জন্য কঠিন প্রস্তুতি নিচ্ছেন দেশটির প্রধান দুই দলের প্রার্থী। বিতর্কের জন্য প্রার্থীদ্বয় তাদের নির্বাচনী প্রচারণার কাজও কমিয়ে এনেছেন। রবিবার সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হবে। বিতর্কে সঞ্চালক হিসেবে থাকবেন এবিসি নিউজের মার্থা রাড্ডাটজ।


স্বাভাবিকভাবেই ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন তার প্রথম বিতর্কের জয় ধরে রাখার চেষ্টা করবেন এবং রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রথম বিতর্কে তার নড়বড়ে অবস্থান থেকে উন্নতি করতে চাইবেন। এই বিতর্কে জয়ের মাধ্যমে তিনি তার জনপ্রিয়তা বাড়াতে চান।


গত বুধবার ডেমোক্রেট ও রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্টদের বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ভাইস প্রেসিডেন্ট বিতর্কে দুই প্রার্থীর মধ্যে জনপ্রিয়তার ব্যবধান খুব বেশি নয়। ফলে দুই প্রেসিডেন্ট প্রার্থী দ্বিতীয় বিতর্কের মাধ্যমে তাদের জনপ্রিয়তা বাড়াতে চাইবেন।


চলতি সপ্তাহে জরিপে দেখা গেছে, হিলারি ট্রাম্পের চেয়ে জাতীয়ভাবে এবং সুইং স্টেটগুলোতে এগিয়ে আছেন। হিলারির প্রচারণা বিভাগ সূত্রে জানা গেছে, তিনি নির্বাচনী প্রচারে আপাতত যাচ্ছেন না। মিডিয়ার সামনেও আসছেন না। কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কেবল সাক্ষাত্ করছেন। সেখানে মিডিয়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না।


হিলারির প্রচারণা উপদেষ্টারা জানান, হিলারি মূলত এখন বিতর্কের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। অন্য সবকিছুর চেয়ে বিতর্কটাই তার কাছে গুরুত্বপূর্ণ। কারণ বিতর্ক কোটি কোটি মানুষ দেখেন। প্রথম বিতর্ক আট কোটি মানুষ দেখেছে বলে সিএনএন জানিয়েছিল। হিলারি চলতি সপ্তাহে কিছু সহযোগীকে বাছাই করেন। তারা বিতর্কে ট্রাম্পের বিরুদ্ধে আরো বেশি আক্রমণ করার এবং দর্শক সারি থেকে যেসব প্রশ্ন আসে তার উত্তর সঠিকভাবে দেয়ার বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন। বুধবারও তিনি তার ওয়াশিংটনের বাড়িতে অবস্থান করেন কেবল বিতর্কের প্রস্তুতির জন্য। ওই বাড়িতে তার সঙ্গে প্রচারণা কমিটির চেয়ারম্যান জন পোডেস্টা, পলিসি অ্যাডভাইজার জেক সুলিভান, রন ক্লেইন, ক্যারেন ডান এবং বিতর্ক দলের দুই শীর্ষ কর্মকর্তাকেও প্রবেশ করতে দেখা গেছে।


অন্যদিকে ট্রাম্পও বুধবার নাভাদায় বিতর্কের জন্য প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে। তিনি বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ারের টাউন হলে বিতর্ক প্রস্তুতি নেবেন বলে তার প্রচারণা কমিটি সূত্রে জানা যায়। প্রথম বিতর্কের ভুল সংশোধন করে ট্রাম্পকে প্রস্তুত করছে তার বিতর্ক দল।


ট্রাম্পের প্রচারণা বিভাগের ম্যানেজার কেল্লিয়ানে কনওয়ে জানান, তাদের প্রার্থী জোরালোভাবে প্রস্তুতি নিচ্ছেন। তিনি জানান, প্রথম বিতর্কের চেয়ে ট্রাম্প অনেক ভালো প্রস্তুতি নিচ্ছেন এবং ভালো করবেন বলে আশা করছেন। বিতর্কের জন্য নির্বাচনী প্রচারণা থেকেও দূরে থাকছেন ট্রাম্প।


বিবার্তা/খোকন/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com