শিরোনাম
২০১৮’র মধ্যে পাক সীমান্ত বন্ধ করবে ভারত
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৬, ১৫:৫৬
২০১৮’র মধ্যে পাক সীমান্ত বন্ধ করবে ভারত
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সীমান্ত সন্ত্রাস বন্ধ করতে ২০১৮ সালের মধ্যে পাক সীমান্ত পুরোপুরিভাবে বন্ধ করে দেয়া হবে।


পাকিস্তান লাগোয়া সীমান্তবর্তী ভারতের জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাট- এই চার রাজ্যের নিরাপত্তা সম্পর্কিত বিষয়টি খতিয়ে দেখতে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর শুক্রবার এ কথা বলেন তিনি। রাজস্থানের জয়সালমেরে এই চারটি রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিএসএফ’র ডিজিসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


তিনি বলেন, ‘আমাদের সময় নির্দিষ্ট করা হয়ে গেছে, আগামী ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যেই তিন হাজার ৩২৩ কিলোমিটার দীর্ঘ ভারত-পাক সীমান্ত সিল করার কাজ শেষ হয়ে যাবে। আমরা তার একটা অ্যাকশন প্লান তৈরি করছি। প্রতি মাসে, তিনমাস অন্তর, ছয় মাস ও এক বছর পরপর কাজের অগ্রগতি খতিয়ে দেখা হবে।’


এদিন তিনি স্পষ্ট করে জানিয়ে দেন দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে আমাদের একত্রিত হওয়া উচিত এবং আমাদের সেনাদের ওপর বিশ্বাস রাখা উচিত।


সীমান্ত পেরিয়ে ভারতীয় সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা, অনুপ্রবেশ, ক্রমাগত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকে কেন্দ্র করে পাক সীমান্তে টানটান উত্তেজনার মধ্যেই দুই দিনের ভারতের পশ্চিম সীমান্ত পরিদর্শনে আসেন রাজনাথ।


সীমান্তে যে অংশগুলোতে কাঁটাতারের বেড়া নেই, তার মধ্যে নদী অথবা জলপথ রয়েছে এবং সেই এলাকাগুলো দিয়ে বারবার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছে। ফলে দুর্গম এলাকাগুলোতে কাঁটাতারের বেড়া না দিতে পারলেও অত্যাধুনিক লেজার প্রযুক্তি, ক্যামেরা, রাডার ব্যবহার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।


তিনি বলেন, ‘এ লক্ষ্যে সীমান্ত নিরাপত্তা বেষ্টনি দেয়া হবে। পাশাপাশি সীমান্ত সিল করতে প্রযুক্তিগত সমাধানের পথও খোঁজা হচ্ছে। ’


বিবার্তা/ডিডি/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com