শিরোনাম
করোনা শনাক্তে 'থার্মাল ক্যামেরা' আবিষ্কার করে বিশ্বকে চমকে দিল ইরান!
প্রকাশ : ১১ মার্চ ২০২০, ২১:৪৮
করোনা শনাক্তে 'থার্মাল ক্যামেরা' আবিষ্কার করে বিশ্বকে চমকে দিল ইরান!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে নিজস্ব প্রযুক্তির থার্মাল ইমেজ ক্যামেরা উদ্ভাবন করে বিশ্বকে চমকে দিয়েছে ইরান।


বুধবার (১১ মার্চ) ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি থার্মাল ইমেজ ডিটেকশন স্ক্যানার ক্যামেরা জনসমক্ষে প্রদর্শন করেছে। এটি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তকরণে কাজে আসবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা এটি তৈরি করেছেন এবং খুব শিগগিরই তা বাজারে আসবে।


এরই মধ্যে ইরানের কয়েকটি বিমানবন্দরে এসব থার্মাল ক্যামেরা স্থাপন করা হয়েছে। ব্যাপক সংখ্যায় তৈরির পর সেগুলো ইরানের অন্যান্য জনসমাগম স্থলেও স্থাপন করা হবে।


ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইলেকট্রনিক শিল্প বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শাহরুখ শাহরাম জানিয়েছেন, 'ইরানের তৈরি নতুন এই থার্মাল স্ক্যানার ক্যামেরা দূর থেকে একই সঙ্গে কয়েক জন ব্যক্তির দেহের তাপমাত্রা পরিমাপ করতে পারে এবং আধা সেন্ট্রিগ্রেডের চেয়ে কম তাপও এতে ধরা পড়বে।এর আগে ইরান করোনাভাইরাস শনাক্তকরণের টেস্ট কিট তৈরি করতে সক্ষম হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com