শিরোনাম
জার্মানির ৭০ শতাংশ মানুষ করোনায় আক্রান্তের আশঙ্কা!
প্রকাশ : ১১ মার্চ ২০২০, ২০:৩৭
জার্মানির ৭০ শতাংশ মানুষ করোনায় আক্রান্তের আশঙ্কা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জার্মানির ৭০ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেল মের্কেল। বুধবার (১১ মার্চ) দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পাহনকে পাশে নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন।


মেরকেল বলেন, ভাইরাস যখন ছড়িয়ে পড়েছে, তখন এর থেকে পালানোর কোনও উপায় নেই এবং এখন পর্যন্ত কোনও থেরাপিও পাওয়া যায়নি। এ কারণে দেশের ৬০ থেকে ৭০ শতাংশের বেশি মানুষ সংক্রমিত হতে পারেন।


তিনি বলেছেন, এখনও করোনাভাইরাসের কোনো ওষুধ আবিষ্কৃত না হওয়া মনোযোগ দিতে হবে ভাইরাসের সংক্রমণ কমিয়ে আনার দিকে। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সীমান্ত বন্ধ যথেষ্ঠ পদক্ষেপ নয়। করোনাভাইরাসের কারণে অস্ট্রিয়া ইতালির নাগরিকদের প্রবেশের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে জার্মানিও সেই পথে হাঁটবে কিনা জানতে চাইলে তা নাকচ করে দেন মের্কেল।


তিনি বলেন, এটা আমাদের সংহতির, আমাদের বিবেক ও একের প্রতি অন্যের দরদের পরীক্ষা। আমি আশা করি আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। জার্মানে এ পর্যন্ত এক হাজার ২৯৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com