শিরোনাম
হজ ও ওমরাহ পালনে অস্থায়ী নিষেধাজ্ঞা সৌদির
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৯
হজ ও ওমরাহ পালনে অস্থায়ী নিষেধাজ্ঞা সৌদির
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে হজ ও ওমরাহ পালনে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি সরকার। হজ ও ওমরাহ যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।


শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, করোনা ছড়িয়ে পড়া রোধে মক্কা ও মদিনা ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে গলফ সহযোগিতা কাউন্সিল (জিসিসি) ভুক্ত ছয়টি দেশের নাগরিকরা চাইলেই ওমরা পালন বা মক্কা ও মদিনা ভ্রমণ করতে পারবেন।


তাতে শর্ত হলো- ১৪ দিন ধরে যে ব্যক্তি সৌদি আরবে ছিলেন বা করোনভাইরাস সংক্রমণের লক্ষণ নেই তারাই মক্কা ও মদিনা ভ্রমণ করতে পারবেন। এর বাইরে আরব উপসাগরীয় অঞ্চলের জিসিসি ভুক্ত ছয়টি দেশের নাগরিকদেরও সৌদি আরবের মক্কা ও মদিনায় ঢুকতে দেয়া হবে না।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com