শিরোনাম
ইরানে করোনায় পার্লামেন্টের মেম্বারের মৃত্যু
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৬
ইরানে করোনায় পার্লামেন্টের মেম্বারের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানে পার্লামেন্টের সদ্য নির্বাচিত এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হওয়ার একদিন পরেই তিনি মারা গেছেন।


শনিবার স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, করোনাভাইরাসে মৃত ইরানি পার্লামেন্টের ওই সদস্যের নাম মোহাম্মদ আলী রামজানি। তিনি গত সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ আসতানা থেকে নির্বাচিত হয়েছিলেন।


করোনাভাইরাস সনাক্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা গেছে।


রামজানী এর আগে গিলানের শ্রম ও সমৃদ্ধি অধিদফতরে মহাব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করেছেন।


প্রসঙ্গত, করোনাভাইরাসে ইরানে মৃতের সংখ্যা এবং সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে ইরানে এ পর্যন্ত ৩৮৮ জন সংক্রমিত হয়েছে এবং ৩৪ জন প্রাণ হারিয়েছেন। সূত্র : বিএএসনিউজ


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com