শিরোনাম
দিনে ২৫ হাজার রাউন্ড গুলি ছুঁড়েছে ভারত: পাকিস্তান
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৬, ১৪:৪১
দিনে ২৫ হাজার রাউন্ড গুলি ছুঁড়েছে ভারত: পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাক-ভারত সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনারা একদিনেই ২৫ হাজার রাউন্ড গুলি ছুঁড়েছে। বৃহস্পতিবার চীনা বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আএসপিআর’র মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আসিম বাজওয়া এ অভিযোগ করেন।


গত ২৯ সেপ্টেম্বর সীমান্তে উত্তেজনা দেখা দেয়ার পর এই প্রথম জেনারেল বাজওয়া বিদেশী কোনো সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন। তিনি বলেন, বুধবার ভারতীয় সেনারা নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্ষুদ্রাস্ত্র, মেশিনগান ও মর্টার ব্যবহার করেছে।


তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে দেখা যাচ্ছে ভারতীয় সেনারা সীমান্তে গোলাগুলি বাড়িয়ে দিয়েছে। গত এক সপ্তাহে ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের দুই সেনা নিহত ও নয়জন আহত হয়েছে। এছাড়া, আটজন বেসামরিক নাগরিকও আহত হয়েছে। এ অবস্থা চলতে থাকলে পরিস্থিতির অবনতি ঘটবে।


পাশাপাশি ভারতের পক্ষ থেকে বাগাড়ম্বর, বিবৃতি ও নানারকমের ঘোষণা আসা অব্যাহত থাকলে পরিস্থিতি আরো খারাপ হবে বলে মন্তব্য করেন জেনারেল আসিম বাজওয়া।


সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত করার জন্য তিনি ভারতকে সরাসরি দায়ী করেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য পাকিস্তানি সেনারা প্রস্তুত রয়েছে বলে জানান। অবশ্য, পাকিস্তান ও ভারতের ডিরেক্টর জেনারেল অব দ্যা মিলিটারি অপারেশন্স বা ডিজিএমও’র মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানান বাজওয়া।


তিনি সিনহুয়ার কাছে জোরালো দাবি করেন, পাকিস্তানি সেনাবাহিনীর বড় বড় অভিযানের কারণে এখন আর দেশটির মাটিতে সন্ত্রাসীদের কোনো গোপন ঘাঁটি নেই। তিনি জানান, এ পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী ২২ হাজার অভিযান পরিচালনা করেছে। এসব অভিযোনে হাজার হাজার সন্ত্রাসী হতাহত ও আটক হয়েছে। সূত্র: দ্যা এক্সপ্রেস ট্রিবিউন


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com