শিরোনাম
‘মধ্যপ্রাচ্যে অশান্তির মূল কারণ এরদোগান’
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৩
‘মধ্যপ্রাচ্যে অশান্তির মূল কারণ এরদোগান’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের প্রতিটি আঞ্চলিক সংঘাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের হাত আছে বলে অভিযোগ করেছেন সৌদি আরবের বিশিষ্ট লেখক ড. আয়েজ আল কারনী। খবর আরব নিউজের।


তিনি বলেন, ইয়েমেনিদের হত্যার পেছনে তুর্কি প্রেসিডেন্টের হাত আছে। এরদোগান সব আঞ্চলিক ফেতনার সঙ্গে জড়িত। শুধু তাই নয় এরদোগান সৌদি আরবের সব শত্রুর পাশে দাঁড়িয়েছেন।


তিনি বলেন, এরদোগানই সর্বপ্রথম মুসলিম নেতা যিনি ইহুদিদের হায়েতুল বোরাক জিয়ারত করেছেন।


এরদোগান কথার ফুলঝুরিতে ইসলামিক ইস্যুগুলো বিক্রি করেন উল্লেখ করে আল-কারনী বলেন, সিরিয়ানদের হত্যা করতে এরদোগান সিরিয়ায় অনুপ্রবেশ করেছেন। অনুরূপভাবে লিবিয়া ও ইয়েমেনের ব্যাপারেও একই ভূমিকা পালন করছেন তিনি।


আল-কারনী বলেন, আন্তর্জাতিক প্রতিটি ইস্যুতে সৌদি আরবের বিরুদ্ধে অবস্থান নিয়ে এবং প্রত্যক্ষ ও পরোক্ষ বিরোধিতা করার ধারাবাহিক মানসিকতার মাধ্যমেই এরদোগানের প্রকৃত বাস্তবতা বেরিয়ে এসেছে।


বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ইসলামী বিশ্বের প্রকৃত নেতা দাবি করে আল-কারনী বলেন, সৌদির সব শত্রুর পাশে দাঁড়িয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদই ইসলামী বিশ্বের প্রকৃত নেতা; এরদোগান নন। সৌদি আরবই সব মুসলিম ইস্যুতে সাহায্যকারী।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com