শিরোনাম
বেঙ্গালুরুতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, এক তরুণী আটক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৭
বেঙ্গালুরুতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, এক তরুণী আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের বেঙ্গালুরুতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী মঞ্চে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেয়ায় এক ভারতীয় তরুণীকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।


বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সেভ কনস্টিটিউসনের ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।


প্রকাশিত ভিডিও থেকে দেখা যায় ওই সময় আয়োজনে উপস্থিত হায়দারাবাদের লোকসভা সদস্য আসাদউদ্দিন ওয়াইসিসহ দুইজন আয়োজককে তড়িঘড়ি করে ওই নারীকে নামিয়ে দিচ্ছেন।


অমূল্য নামের প্রায় বিশ বছর বয়সী ওই নারীকে গ্রেফতার করে পুলিশ এবং তার বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ আনা হয়।


এ ব্যাপারে অমূল্যর বাবা বার্তাসংস্থা এএনআইকে জানান, সে যা করেছে তা ভুল। কিছু মুসলিমের সংস্পর্শে গিয়ে কিছুদিন যাবৎ সে এ ধরনের উগ্রপন্থি আচরণ করছে। তিনি কয়েকদফা অমূল্যকে নিষেধ করলেও সে তা শোনেনি।


কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিইয়ুরাপ্পা জানিয়েছেন, অমূল্যর সঙ্গে মাওবাদিদের সংশ্লিষ্টতা রয়েছে।


এদিকে ওই তরুণী বক্তব্যের বিরোধিতা করে আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, এই বক্তব্যের তীব্র নিন্দা করছি। ওই নারীর সঙ্গে আমার দলের কোনো যোগাযোগ নেই।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com