শিরোনাম
যুক্তরাষ্ট্রের কাছে নতিস্বীকার করেছে ইউরোপ: ইরান
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৫
যুক্তরাষ্ট্রের কাছে নতিস্বীকার করেছে ইউরোপ: ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউরোপ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতিস্বীকার করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইরানের মন্ত্রী পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর রেডিও তেহরানের।


জাওয়াদ জারিফ বলেন, প্রতিরক্ষা এবং অর্থনৈতিক ক্ষেত্রে ইউরোপের স্বাধীন অবস্থান না থাকার কারণে তারা মার্কিন নীতির কাছে আত্মসমর্পণ করেছে।


তিনি আরো বলেন, ২১ ফেব্রুয়ারি ইরানের ১১তম জাতীয় সংসদ নির্বাচনে ইরানি জনগণ আবারো প্রমাণ করবে যে, তাদের দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি শুক্রবার ইরানের মোট ২০৮টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।


কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল শহীদ কাসেম সোলাইমানির শোক র‍্যালিতে লাখ লাখ ইরানি জনগণের অংশ গ্রহণের প্রতি ইঙ্গিত করে জারিফ বলেন, এর মাধ্যমে ইরানি জনগণ প্রমাণ করেছে যে, মার্কিন নীতির প্রতি তাদের কোনো সমর্থন নেই এবং তারা যুক্তরাষ্ট্রের যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com