শিরোনাম
রাশিয়ার সাথে আলোচনা ব্যর্থ, এরদোগানের হুঙ্কার
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৬
রাশিয়ার সাথে আলোচনা ব্যর্থ, এরদোগানের হুঙ্কার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়ার ইদলিব নিয়ে তুরস্ক-রাশিয়ার আলোচনা ব্যর্থ হওয়ার পর হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।


বুধবার (১৯ ফেব্রুয়ারি)রাজধানী আঙ্কারায় এক আলোচনাসভায় তিনি হুমকি দিয়ে বলেন, উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিবে অভিযান চালানো তুরস্কের জন্য সময়ের ব্যাপার মাত্র। খরব ইয়েনি শাফাকের।


এরদোগান বলেন, ইদলিবে রক্তপাত বন্ধ করতে রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে; নামমাত্র যুদ্ধবিরতিতে আচ্ছাদিত দ্বন্দ্ব-সংঘাতে ক্ষতবিক্ষত প্রদেশটি। বাস্তবতা হচ্ছে আমরা যা চাচ্ছি তা খুবই দূরবর্তী। ইদলিবে অভিযান পরিচালনার পরিকল্পনায় তুরস্ক সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে।


এর আগে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইদলিব নিয়ে উত্তেজনা কমাতে রাশিয়ার রাজধানী মস্কোতে বৈঠকে বসেন তুরস্ক-রাশিয়ান কর্মকর্তারা। কিন্তু বৈঠকে তারা কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।


বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, সিরিয়ার ইদলিব নিয়ে উত্তেজনা কমাতে রাশিয়া-তুরস্কের আলোচনা ব্যর্থ হয়েছে।


ল্যাভরভ বলেন, সিরিয়ার সরকারি বাহিনী ইদলিবে আক্রমণাত্বক পদক্ষেপ নিচ্ছে। ওই অঞ্চলে তারা পূববর্তী চুক্তি বহাল রাখছিল তবে উসকানির প্রতিক্রিয়া জানাচ্ছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com