শিরোনাম
তিন দশকে ব্রিটিশ পাউন্ডের মূল্য সর্বনিম্নে
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৬, ১৪:০৭
তিন দশকে ব্রিটিশ পাউন্ডের মূল্য সর্বনিম্নে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দাম ব্যাপকভাব পড়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে প্রতি পাউন্ড বিক্রি হয়েছে মাত্র ১.২৬২১ ডলারে, যা গত ৩১ বছরে সর্বনিম্ন। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার দিন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে সৃষ্ট উদ্বেগ-উৎকণ্ঠার কারণেই এমনটি ঘটেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।


ব্রিটিশ অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড যখন নিউইয়র্কে মার্কিন স্টক এক্সচেঞ্জ ওয়াল স্ট্রিটকে আশ্বস্ত করতে গেছেন তখন এ খবর বের হলো। ইইউ থেকে বের হয়ে গেলেও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে লন্ডনের ওপর তার বিশেষ কোনো প্রভাব পড়বে না- ওয়াল স্ট্রিটকে এমনটিই আশ্বস্ত করতে চান হ্যামন্ড।


১৯৮৫ সালের পর এই প্রথম এত বেশি দুর্বল অবস্থায় পড়ল ব্রিটিশ পাউন্ড। গত সোমবারের পর থেকে এ পর্যন্ত ব্রিটিশ পাউন্ডের শতকরা ২.৩ ভাগ দাম পড়ে গেছে। ওইদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন, আাগমী বছরের মার্চ মাসের মধ্যে ইইউ থেকে বের হয়ে যাবে ব্রিটেন।


বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন, ইইউ থেকে বের হয়ে গেলে অর্থনীতির কেন্দ্র হিসেবে লন্ডনের অবস্থান মারাত্মকভাবে ক্ষুন্ন হবে। শুধু তাই নয়, ইইউ থেকে বের হয়ে যাওয়ার পর ব্রিটেন ভেঙেও যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com