শিরোনাম
ভারতে এক মঞ্চে হিন্দু-মুসলিম-শিখ-খ্রিষ্টান নেতারা
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৪
ভারতে এক মঞ্চে হিন্দু-মুসলিম-শিখ-খ্রিষ্টান নেতারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে এক হয়েছেন হিন্দু, মুসলিম, শিখ ও খ্রিষ্টান নেতারা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) পাঞ্জাব প্রদেশের মালেরকোটলায় সর্বদলীয় এক সভা থেকে বিতর্কিত নাগরিকত্ব বিল প্রত্যাখ্যানের দাবি তুলেন তারা। খবর সিয়াসাত ডেইলির।


এদিন ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে মুসলমান এবং শিখরা এক হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।বিতর্কিত আইনটিকে ‘দেশের মুসলিম সম্প্রদায়কে টার্গেট করার সাম্প্রদায়িক এজেন্ডা’ বলে অভিহিত করেন তারা।


সমাবেশে বিখ্যাত আইনজীবী হর্ষ মন্দার বলেন, ‘হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, আপস মে সব বেহেন ভাই’। নাগরিকত্ব নিয়ে কেউ কোনো কাগজ দেখতে চাইলে আপনারা দেখাবেন না।


পাঞ্জাব রাজ্যের সংরুর জেলার মালেরকোটলায় একদিকে মুসলিম অধ্যুষিত একটি শহর, অন্যদিকে এ শহরের সমসন্স কলোনিতে মূলত সব হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠীর বাস।


আবাসিক এলাকাটিতে কয়েক পরিবার শিখ সম্প্রদায়ের লোকজন থাকলেও একটিও মুসলিম পরিবার নেই।


তারপরও বছরের পর বছর ধরে শহরটির ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের পরিচায়ক হয়ে পাশাপাশি অবস্থান করছে আকসা মসজিদ এবং লক্ষ্মী নারায়ণ মন্দির।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com