শিরোনাম
‘যুক্তরাষ্ট্রের সব সমীকরণ পাল্টে দিয়েছে ইরান’
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৫
‘যুক্তরাষ্ট্রের সব সমীকরণ পাল্টে দিয়েছে ইরান’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সব সমীকরণ ইরান এলোমেলো করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানে আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি।


সোমবার (১৮ ফেব্রুয়ারি) ইরাকি নিউজ চ্যানেল আল-মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর ফার্স নিউজের।


জেনারেল সালামি বলেন, যুক্তরাষ্ট্র কোনো দেশে হামলা চালালে পাল্টা হামলার কথা চিন্তাও করত না। কিন্তু ইরানের জবাবে ওয়াশিংটন এখন তাদের হিসাব-নিকাশের সমীকরণ পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে।


গত ৩ জানুয়ারি আইআরজিসির কুদস ব্রিগেডের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ইরাক সরকারের আমন্ত্রণে বাগদাদের একটি বিমানবন্দরে পৌঁছলে মার্কিন বাহিনীর ড্রোন হামলা চালিয়ে তাকে হত্যা করে।


জবাবে ইরাকের আনবারপ্রদেশের মার্কিন ঘাঁটি আইন আল আসাদে ইরান ১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের ওই পাল্টা হামলায় মার্কিন ঘাঁটি তছনছ হয়ে যায়। জেনারেল সালামি বলেন, ইরান মাত্র একটি সুনির্দিষ্ট পয়েন্টে হামলা চালিয়েছে, অথচ ওই হামলার প্রভাব পড়েছে বিশ্বব্যাপী।


ইসরাইলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জেনারেল সালামি বলেন, ইসরাইল অধিকৃত প্রতিটি পয়েন্ট ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com