শিরোনাম
প্রথমবারের মতো সুদানের আকাশসীমায় ইসরাইলি বিমান
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৩
প্রথমবারের মতো সুদানের আকাশসীমায় ইসরাইলি বিমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দু’সপ্তাহ আগে উগান্ডায় সুদানের নেতা আব্দেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে বৈঠক করেন।


ওই বৈঠকের পর রবিবার (১৬ ফেব্রুয়ারি) ইসরাইলের একটি বিমান প্রথমবারের মতো সুদানের আকাশসীমা দিয়ে উড়ে গেছে।


এ বিষয়ে রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেরুজালেমে আমেরিকান ইহুদি নেতাদের নেতানিয়াহু বলেন, এই প্রথম ইসরাইলি বিমান সুদানের আকাশ অতিক্রম করেছে। এটি এক ধরণের পরিবর্তন। শত্রু রাষ্ট্রের সাথে উষ্ণ সম্পর্কের আরেকটি উদাহরণ


ইসরাইল সুদানের সাথে কৌশলগত যুদ্ধে লিপ্ত। প্রেসিডেন্ট ওমর আল-বশিরের শাসন চলাকালে দেশটি আল-কায়েদাসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সমর্থন দেয়ায় ইসরাইলের কৌশলগত এ অবস্থান। সুদানে সরকার বিরোধী কয়েক মাসের গণ আন্দোলনের পর গত মাসে সেনাবাহিনীর পদক্ষেপে বশির ক্ষমতাচ্যুত হন।


এরপর সুদানের নেতা আব্দেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে সাক্ষাত করেন নেতানিয়াহু। ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। এর পরই ইসরাইলি বিমান সুদানের আকাশে প্রবেশ করে। সূত্র: এএফপি


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com