শিরোনাম
‘আলোচনায় বসতে হলে ইরানের আচরণ পরিবর্তন করতে হবে’
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫০
‘আলোচনায় বসতে হলে ইরানের আচরণ পরিবর্তন করতে হবে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কোনো আলোচনার আগে অবশ্যই ইরানের আচরণ পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।


তিনি বলেন, শনিবার ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর জন্য কোনো ব্যক্তিগত বার্তা অথবা সরাসরি যোগাযোগের ঘটনা ঘটেনি; আলোচনা হওয়ার আগে তেহরানের প্রথমে তার আচরণ পরিবর্তন করা প্রয়োজন ছিল। খবর ইয়েনি শাফাক।


মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত আমরা অস্থিতিশীলতার প্রকৃত উৎসগুলো সম্পর্কে কথা বলতে পারি, ততক্ষণ আলোচনা নিষ্ফল হতে চলছে।


এ দিকে শনিবার মিউনিক নিরাপত্তা সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচারে রিয়াদ কঠিনভাবে প্রভাবিত। আমি মনে করি, আমাদের প্রতিবেশীরা, বিশেষ করে সৌদি আরব উত্তেজনা লাঘব করতে চায় না।


ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে বসাতে ফ্রান্স ও জাপানের চেষ্টা সত্ত্বেও তাতে কেউ কান দেয়নি। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে ইরানের অর্থনীতি পতনের দ্বারপ্রান্তে।


ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিন্তু তিনি ভুল জানছেন। তারা যা চাচ্ছে, তা হচ্ছে ইরানের সরকার ব্যবস্থায় পরিবর্তন আনা।


বিবাার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com