শিরোনাম
মালয়েশিয়া যাচ্ছেন মুগাবে
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৬, ১৩:১০
মালয়েশিয়া যাচ্ছেন মুগাবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

একদিনের আনুষ্ঠানিক সফরে জিম্বাবুয়ের ৯২ বছর বয়সী প্রেসিডেন্ট রবার্ট মুগাবে শুক্রবার মালয়েশিয়া যাচ্ছেন। দেশটিতে এটি তার আকস্মিক সফর। বিষয়টি জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ।


মালয়েশিয়া সরকার জানায়, কুয়ালালামপুরে মুগাবে প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের সঙ্গে সাক্ষাত করবেন। আকস্মিক এ সফরের উদ্দেশ্যের ব্যাপারে এর বেশী কিছু জানানো হয়নি।


পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০০০ সালের পর মালয়েশিয়ায় এটি হবে জিম্বুয়ের প্রেসিডেন্টের প্রথম আনুষ্ঠানিক সফর। তবে এর আগে তিনি স্বাস্থ্যগত কারণে মালয়েশিয়া ও সিঙ্গাপুর সফর করেন।


মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, মুগাবের সফরকালে প্রকাশ্যে কোনো অনুষ্ঠান বা তার সঙ্গে সাংবাদিকদের সাক্ষাতের কোনো সুযোগ থাকছে না।


সাম্প্রতিক বছরগুলোতে মুগাবের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন খবর প্রকাশিত হয়। মুগাবে তার অসুস্থতার খবরের কথা অস্বীকার করে ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। তবে এ বছর তার শাসনের বিরুদ্ধে দেশে বিক্ষোভ হতে দেখা যায়। সূত্র: বিবিসি


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com