শিরোনাম
ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎপাদনে শীর্ষ তালিকায় ইরান
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৬
ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎপাদনে শীর্ষ তালিকায় ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরান ট্যাঙ্ক ও সাজোয়া যান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরিতে বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের একটি বলে জানিয়েছেন দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল কাসেম তাকিযাদেহ। খবর ফার্স নিউজের।


তিনি বলেন, ট্যাঙ্ক ও সাজোয়া যান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরান বিভিন্ন ধরণের স্যাটেলাইট,ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরির ক্ষেত্রে ব্যাপক সক্ষমতা অর্জন করেছে।


জেনারেল কাসেম বলেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে ইরানের সামরিক খাত পুরোপুরি অন্যান্য দেশের ওপর নির্ভরশীল ছিল, কিন্তু বিপ্লবের পরে এ ক্ষেত্রে পরিবর্তন এসেছে এবং ইরান সামরিক শিল্পের উন্নয়নের ক্ষেত্রে বিশ্বে মর্যাদাকর অবস্থানে পৌঁছেছে।


তিনি বলেন, দেশে নির্মিত ‘বভার-৩৭৩’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সামরিক ক্ষেত্রে অর্জিত গুরুত্বপূর্ণ সাফল্যগুলোর একটি। এই ব্যবস্থার পরিধি হচ্ছে ১২০ কিলোমিটার এবং এটি ২৭ কিলোমিটার উচ্চতায় অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com