শিরোনাম
ইসরাইলকে বৈধতা দেয়ার চেষ্টা করছেন ট্রাম্প: এরদোগান
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২০, ২০:২১
ইসরাইলকে বৈধতা দেয়ার চেষ্টা করছেন ট্রাম্প: এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ বা শতাব্দীর সেরা চুক্তির মাধ্যমে ইসরাইলকে বৈধতা দিতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।


বুধবার (২৯ জানুয়ারি) সেনেগালে আফ্রিকা সফর শেষে ফেরার সময় ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর ইয়েনি শাফাকের।


তিনি বলেন, ট্রাম্পের এই চুক্তি ফিলিস্তিনিদের অধিকার কেড়ে নিয়ে ইসরাইলকে বৈধতা দেয়ার নতুন পরিকল্পনা।


তুর্কি প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের কথিত এই শান্তি চুক্তি বাস্তবে কোন শান্তি বয়ে আনবেনা। পবিত্র নগরী আল কুদস (জেরুজালেম) মুসলিম উম্মাহর কাছে একটি মহাপবিত্র স্থান। সুতরাং তথাকথিত শতাব্দীর সেরা চুক্তি অগ্রহণযোগ্য।


তিনি বলেন, ট্রাম্পের এই চুক্তি মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও সমস্যার কোন সমাধান করতে পারবেনা এবং শান্তি ও স্থিতিশীলতাও বয়ে আনবেনা।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com