শিরোনাম
তুষারধসে পাকিস্তানে নিহত ৭৭
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২০, ১৯:০৯
তুষারধসে পাকিস্তানে নিহত ৭৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে তুষারধসে অন্তত ৭৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তুষারধসে বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েই মূলত এ প্রাণহানি হয়েছে। এছাড়া এ তুষারধসের ঘটনায় আরো ৯৪ জন আহত হয়েছেন।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গত কয়েকদিন ধরেই পাকিস্তানের আবহাওয়া বৈরী। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নীলুম উপত্যকার অনেক গ্রামে প্রবল তুষারপাত হয়েছে।


তুষারধসে চাপা পড়েছে অনেক বাড়িঘর। এতে ঘরের ভেতরে থাকা অনেকের প্রাণহানি হয়েছে। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসনমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।


তুষারধসে এখন পর্যন্ত ৭৭ জন নিহত ও ৯৪ জন আহত হয়েছেন। পরবর্তীকালে প্রাণহানি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেকেই এখনো তুষারের নিচে চাপা পড়ে রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছেন গ্রামবাসী ও উদ্ধারকর্মীরা।


পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চল গত ২০ বছরের মধ্যে অন্যতম ভয়াবহ শীতকাল পার করছে। টানা তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। এ অবস্থায় ওই অঞ্চলের মানুষদের সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।


বিবার্তা/এসএ/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com