শিরোনাম
বাণিজ্য যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-চীন চুক্তি সই
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২০, ১১:০২
বাণিজ্য যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-চীন চুক্তি সই
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলমান বাণিজ্য যুদ্ধ শিথিল করতে চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র ও চীন। এই চুক্তি উভয়পক্ষের জন্য লাভজনক হবে বলে আশাবাদী দুই দেশ।


ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই চুক্তি মার্কিন অর্থনীতিতে ‘ইতিবাচক পরিবর্তন’ আনবে।


চীনা নেতারা এই চুক্তিকে ‘উভয়পক্ষের জন্য লাভজনক’ আখ্যা দিয়ে বলেছেন, দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে এই চুক্তি সাহায্য করবে।


চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি এবং মেধাস্বত্ব আইন শক্তিশালী করার অঙ্গীকার করেছে চীন। বিনিময়ে চীনা পণ্যের ওপর আরোপিত শুল্ক কমিয়ে অর্ধেক করার বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র।


এদিকে যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্য যুদ্ধ অবসানে চুক্তি সইয়ে সম্মত হয়েছে এমন খবরে ঘুরে দাঁড়ায় বৈশ্বিক পুঁজিবাজার। আশা করা হচ্ছে, শিগগিরই বৈশ্বিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে শুরু করবে।


গত ২০১৮ সালের শুরুতে চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক চীনা পণ্যে শুল্ক আরোপ করতে থাকেন। জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ শুরু করে।


দুই অর্থনৈতিক পরাশক্তির এই বাণিজ্য যুদ্ধে অস্থিতিশীল হয়ে ওঠে বৈশ্বিক বাজার। নেতিবাচক প্রভাব পড়ে বৈশ্বিক অর্থনীতিতে। যুক্তরাষ্ট্র ও চীন ছাড়াও ক্ষতিগ্রস্ত হয় বহু দেশ।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com