শিরোনাম
যুক্তরাষ্ট্রকে অবশ্যই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে: ইরান
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২০, ২১:০৪
যুক্তরাষ্ট্রকে অবশ্যই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে: ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রকে অবশ্যই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক অনুষ্টানে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর ফার্স নিউজের।


হাসান রুহানি বলেন, যুক্তরাষ্ট্রকে নিজের স্বার্থেই আমাদের অঞ্চল ছেড়ে যাওয়া উচিত। এতে মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা হবে।


তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এশিয়া, ইউরোপে অসহ্য রকমের যে নিরাপত্তাহীন পরিস্থিতি তৈরী হয়েছে তাতে যে কোনো সময় যেকোনো ধরনের ঘটনা ঘটতে পারে।


ইরানি প্রেসিডেন্ট বলেন, মার্কিন সেনারা এ মুহূর্তে মধ্যপ্রাচ্যে মারাত্মক রকমের নিরাপত্তাহীনতার মুখে রয়েছে; কিছু দিনের মধ্যে ইউরোপের সেনারাও এই ঝুঁকির মুখে পড়বে। এই নিরাপত্তাহীনতার মধ্যে আমরা চাই আমাদের অঞ্চল ছেড়ে আপনারা চলে যান।


কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যা এবং মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে তিনি বলেন, জেনারেল সোলাইমানির এই শাহাদাতের ঘটনা বিনা জবাবে পার পাবে না।তেহরান উপযুক্ত সময়ের অপেক্ষায় আছে।


রুহানি বলেন, ইতিমধ্যে মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে হামলা চালিয়ে আমরা এটা দেখিয়ে দিয়েছি যে, আমেরিকার মুখোমুখি হতে আমরা পিছু হটব না বরং নিশ্চিতভাবে তাদের অপরাধের জবাব দেবো।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com