শিরোনাম
ভারতকে ছাড় দেবে না মালেশিয়া
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২০, ২২:১৮
ভারতকে ছাড় দেবে না মালেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আর্থিক ক্ষতি হলেও ভারতকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।


তিনি বলেন, ভারত পামওয়েল বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করলেও কাশ্মীর এবং নাগরিকত্ব ইস্যুতে মোদি সরকারকে সমর্থন করবে না মালেশিয়া। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।


মাহাথির বলেন, ভারত পামওয়েল বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করায় বিকল্প পাওয়া সহজ হবে না। তবুও আর্থিক ক্ষতি সামলাতে এখন পাকিস্তান, ফিলিপাইন, মিয়ানমার, ভিয়েতনাম, ইথিওপিয়া, সৌদি আরব, মিসর, জর্ডান এবং আলজেরিয়ায় আরো বেশি করে পাম অয়েল রফতানি করা হবে।


কাশ্মীর ও নাগরিকত্ব ইস্যুতে উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের কঠোর সমালোচনা করায় সম্প্রতি মালেশিয়া থেকে পামওয়েল আমদানি বন্ধ করে ভারত। কাশ্মীরে নিপীড়িত মুসলমানদের পক্ষাবলম্বন করায় মালয়েশিয়াকে একঘরে করার পরিকল্পনা নিয়েছিলো মোদি সরকার। এজন্য গত অক্টোবরে মালয়েশিয়া থেকে পামওয়েল কেনা বন্ধের পরিকল্পনা করেছিল দেশটি।


নির্দেশনা অনুযায়ী, ইতিমধ্যে কুয়ালালামপুর থেকে পাম তেল কেনা বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। হঠাৎ রফতানি বন্ধ হয়ে যাওয়ায় স্বভাবতই বড় ধাক্কা লেগেছে মালয়েশিয়ার অর্থনীতিতে। কিন্তু তার পরও মুসলমানদের পক্ষে নিজের অবস্থানে অনড় মাহাথির মোহাম্মদ।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com