শিরোনাম
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, সব ফ্লাইট স্থগিত
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২০, ১২:১৪
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, সব ফ্লাইট স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কয়েকদিনের টানা বৃষ্টিতে ডুবে গেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরের একাংশ। প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় শনিবার (১১ জানুয়ারি) স্থগিত করা হয়েছে সব ফ্লাইট।


টুইট বার্তায় দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বন্যার পানি বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। এ কারণে শনিবার (১১ জানুয়ারি) বহির্গামী সব ফ্লাইটের সময় স্থগিত করা হয়েছে। খবর: দ্য ন্যাশনাল।


বিমানবন্দরের কার্যক্রম যত দ্রুত সম্ভব স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


এদিকে, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় সড়কপথেও যানজটের সৃষ্টি হচ্ছে। দুর্ভোগ এড়াতে অধিবাসীদের মেট্রোরেল ব্যবহারের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।


দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।


বিবার্তা/এনকে/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com