শিরোনাম
সোলাইমানির জানাযায় পদদলিত হয়ে নিহত ৩৫
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২০, ১৬:২৩
সোলাইমানির জানাযায় পদদলিত হয়ে নিহত ৩৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির জানাযায় পদদলিত হয়ে ৩৫ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) ইরানের কেরমান শহরে এ ঘটনা ঘটে। ইরানের কেন্দ্রীয় জরুরী স্বাস্থ্যসেবা সংস্থার প্রধান পীর হোসেইন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর রেডিও তেহরানের।


সোমবার সকালে, ইরানের রাজধানী তেহরানের তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে মার্কিন হামলায় নিহত সোলাইমানিসহ সব কমান্ডারদের জানাযার নামাজ পড়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনী।


এরপর বিকালে, জেনারেল সোলাইমানিসহ বাকি কমান্ডারদের মরদেহ তেহরানের দক্ষিণে অবস্থিত কোম নগরীতে নেয়া হয়। সেখানকার জানাযায়ও লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন।


এরপর মঙ্গলবার (৭ জানুয়ারি) ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান শহরে জেনারেল সোলাইমানির জন্মস্থানে তার শেষ জানাযা অনুষ্ঠিত হওয়ার পর তার মরদেহ দাফন করা হয়।


উল্লেখ্য, গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিসহ কয়েকজন ইরানি কমান্ডারকে হত্যা করে মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিসসহ মোট ১০ জন নিহত হন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com