শিরোনাম
পুতিনকে ম্যাক্রোঁনের ফোন, মস্কো যাচ্ছেন মেরকেল
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২০, ২০:৫৭
পুতিনকে ম্যাক্রোঁনের ফোন, মস্কো যাচ্ছেন মেরকেল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের প্রভাবশালী সেনা জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা প্রশমনে রাশিয়া যাচ্ছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে আগামী ১১ জানুয়ারি মস্কো যাচ্ছেন তিনি। এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স


মেরকেলের মুখপাত্রের বরাত দিয়ে মস্কো টাইমস এক প্রতিবেদনে বলছে, প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল রাশিয়া যাচ্ছেন। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ছাড়াও সিরিয়া, লিবিয়া ও ইউক্রেন নিয়ে আলোচনার পরিকল্পনা করছেন এ দুই নেতা।


এদিকে, মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা তৈরি হওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় তারা সোলেইমানি হত্যাকাণ্ড ঘিরে মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনা নিয়ে আলোচনা করেন।


মস্কো টাইমস বলছে, প্রেসিডেন্ট পুতিনকে নিজ থেকে টেলিফোন করেছেন এমানুয়েল ম্যাক্রোঁ। টেলিআলাপনে এ দুই রাষ্ট্রনেতা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ সেখানকার পরিস্থিতিকে ভয়াবহ করে তুলছে বলে একমত হন।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশে জাতীয় বীর হলেও ইরানি এই সামরিক কমান্ডারকে সন্ত্রাসী হিসেবে মনে করতো মার্কিন যুক্তরাষ্ট্র। তাকে হত্যার পক্ষে সাফাই গেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও সামরিক কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন সোলেইমানি।


এদিকে কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ছয় বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির শর্ত না মানার ঘোষণা দিয়েছে তেহরান। একই সঙ্গে পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি আগের চেয়ে দ্রুতগতিতে এগিয়ে নেয়ারও অঙ্গীকার করেছে ইরান।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com