শিরোনাম
নামাজ আদায়ের পর অস্ট্রেলিয়ার দাবানলে বৃষ্টি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২০, ১১:৫৬
নামাজ আদায়ের পর অস্ট্রেলিয়ার দাবানলে বৃষ্টি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দাবানল বন্ধের জন্য অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে সালাতুল ইশরাক’র নামাজ আদায় করেছিলেন দেশটির মুসলিম কমিউনিটি। এরপরই নামে স্বস্তির বৃষ্টি।


অস্ট্রেলিয়ার উপকূলে বৃষ্টি হওয়ায় দাবানলে পোড়া এলাকার তাপমাত্রা কিছুটা কমেছে। রবিবার (৫ জানুয়ারি) ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে তাপমাত্রা ২০ ডিগ্রিতে এসেছে। তবে এই বৃষ্টি বিশাল দাবানল নেভানোর জন্য যথেষ্ট নয়। দাবানল থাকতে পারে আরো কয়েক মাস।


নিউসাউথ ওয়েলসের রাজ্যপ্রধান গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান সোমবার (৬ জানুয়ারি) সকালে বলেন, বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও আত্মতুষ্টিতে ভোগার উপায় নেই। গোটা রাজ্যে এখনো ১৩০টি দাবানল চলছে।


এই ঘটনার ভেতর আরো ২জন নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।


দমকল বিভাগের কর্মীরা বলছেন, বৃষ্টির পর তাদের জন্য নতুন কিছু চ্যালেঞ্জ থাকছে। আবার যেন দাবানল মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই চেষ্টা করছেন তারা।


এর আগে, সেপ্টেম্বরে ছড়িয়ে পড়া দাবানলে এখন পর্যন্ত ২৪ জন মারা গেছেন। এর মধ্যে চলতি সপ্তাহে নিউ সাউথ ওয়েলসেই ৭জন মারা গেছেন। বাকিরা এখনো নিখোঁজ।


নিউ সাউথ ওয়েলসের পাশাপাশি সবচেয়ে বেশি দাবানল ছড়িয়ে পড়েছে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে। রাজ্য দুইটিতে ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। মারা গেছে অসংখ্য প্রাণী। ঘরছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ।


বিবার্তা/এনকে/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com