শিরোনাম
সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে হামাস
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২০, ১৮:৩০
সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে হামাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ফিলিস্তিনের শসস্ত্র ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। প্রতিরোধ সক্ষমতা জোরদারের অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়েছে। খবর রেডিও তেহরানের।


হামাস জানিয়েছে, ভূমি থেকে সাগরে নিক্ষেপ করা যায় এমন বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে এবং তা সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।


হামাস নেতা সোহেল আল হিন্দি বলেছেন, হামাস কোনো ভাবেই ইসরাইলকে স্বীকৃতি দেবে না, ফিলিস্তিনিদের নিজ ভিটে-বাড়িতে ফেরার অধিকারের বিষয়ে ছাড় দেবে না, বায়তুল মুকাদ্দাসকে ছাড়বে না এবং ফিলিস্তিনি বন্দীদের ক্ষেত্রেও কোনো আপোষ করবে না। এগুলো হামাসের স্থায়ী নীতি।


তিনি বলেন, আমরা পাথর দিয়ে সংগ্রাম শুরু করেছি, এরপর মলোটোভ ককটেল ব্যবহার করেছি। বর্তমানে আমরা ক্ষেপণাস্ত্র ব্যবহার করছি। ভবিষ্যতে আরো বড় ধরনের অস্ত্র ব্যবহার করবো।


হামাস ক্রমেই নিজের সামরিক শক্তি বাড়াচ্ছে। বর্তমানে হামাসের ক্ষেপণাস্ত্র শক্তি ইসরাইলের জন্য বড় ধরণের আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com