শিরোনাম
‘ইরান-রাশিয়া-চীনের যৌথ মহড়ায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র’
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২০, ০৯:১৪
‘ইরান-রাশিয়া-চীনের যৌথ মহড়ায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরান, রাশিয়া ও চীনের যৌথ মহড়ায় যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। মঙ্গলবার (৩১ডিসেম্বর) তেহরানে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। খবর ফার্স নিউজের।


হাসান রুহানি বলেন, ওমান সাগর ও ভারত মহাসাগরে ইরারে সাথে রাশিয়া ও চীনের ত্রিদেশীয় যৌথ নৌমহড়ায় ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র। কারণ এ ধরনের মহড়ার আয়োজন করা সহজ কাজ নয় এবং এ কারণেই তা বিশ্বের আগ্রাসী শক্তিকে ক্ষুব্ধ করে তুলেছে।


তিনি বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয় সেই সঙ্গে তাদের পদলেহী আঞ্চলিক দেশগুলিও এ মহড়াকে মেনে নিতে পারছে না।


প্রসঙ্গত, গত শুক্রবার থেকে ওমান সাগর ও ভারত মহাসগারের উত্তর অংশের ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় তিনদিনব্যাপী নৌমহড়া শুরু করেছে ইরান, রাশিয়া ও চীন।


শত্রু বাহিনীর ওপর হামলা, সমুদ্রে উদ্ধার ও ত্রাণ তৎপরতা, সাগরে দুর্ঘটনার শিকার জাহাজের অগ্নি নির্বাপন এবং জলদস্যুদের প্রতিহত করার কৌশল রপ্ত করা ছিল তিন দিনব্যাপী এ মহড়ার প্রধান লক্ষ্য। এ ছাড়া, এ মহড়ায় ইরান, রাশিয়া ও চীনের নৌবাহিনী পরস্পরের অভিজ্ঞতা বিনিময়েরও সুযোগ পেয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com