শিরোনাম
কাজাখস্তানে ১০০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৭
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১৯, ১০:২১
কাজাখস্তানে ১০০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেলেও কেউ বেঁচে আছেন কি-না তা জানা যায়নি। বিমানটিতে ১০০ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ৯৫ জন যাত্রী ও ৫ জন কেবিন ক্রু।


শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে বাণিজ্যিক রাজধানী আলমাটির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বেক এয়ারের ওই প্লেনটি এ দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছেন জরুরি উদ্ধারকারী বাহিনীর সদস্যরা।


প্লেনটি দেশের সবচেয়ে বড় শহর আলমাটি থেকে রাজধানী নুরসুলতান যাচ্ছিল। এতে ৯৫ যাত্রী ও পাইলটসহ পাঁচ ক্রু ছিলেন।


আলমাটি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্লেনটি উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৭টা ২২ মিনিটে দোতলা একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়।


সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে তৎপরতা শুরু করেছেন উদ্ধারকর্মীরা। সেসময় এক নারীকে চিৎকার করে অ্যাম্বুলেন্স ডাকতে শোনা যায়।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com