শিরোনাম
ফাসোতে জঙ্গি হামলায় সেনাসহ নিহত ১২২
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৬
ফাসোতে জঙ্গি হামলায় সেনাসহ নিহত ১২২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে জঙ্গি হামলায় সেনাসহ কমপক্ষে ১২২ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছে হয়েছে। নিহতদের মধ্যে ৭ সেনা, ৮০ জঙ্গি ও ৩৫ বেসামরিক নাগরিক রয়েছে। খবর দ্য টেলিগ্রাফের।


দেশটির সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার (২৪ডিসেম্বর) মালি সীমান্ত এলাকায় অবস্থিত আরবিন্দা শহরে একটি সামরিকঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। এতে সেনাবাহিনী পাল্টা জবাব দিলে হতাহতের ঘটনা ঘটে।


বুরকিনা ফাসোর রাষ্ট্রপতি রোচ মার্ক ক্রিশ্চান কাবোর বলেছেন, বুরকিনা ফাসোতে পাঁচ বছরের সহিংসতায় সবচেয়ে মারাত্মক জঙ্গি হামলার ঘটনা এটি। এ ঘটনায় সমবেদনা জানাতে রাষ্ট্রপতি ২ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।


জাতিসংঘের তথ্যানুযায়ী, বুরকিনা ফাসোতে জঙ্গি হামলায় প্রায় ৫ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com