শিরোনাম
ব্যাপকহারে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্র উৎপাদন করছে উ. কোরিয়া
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১৯, ১০:০৬
ব্যাপকহারে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্র উৎপাদন করছে উ. কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

উত্তর কোরিয়া ব্যাপকহারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্র উৎপাদন করছে বলে জানিয়েছে জাপানি বার্তা সংস্থা কিয়োদো।


কিয়োদো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের এক নির্দেশের পরিপ্রেক্ষিতে এই উৎপাদন চলছে।


জাপানি বার্তা সংস্থাটি আরো জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন যন্ত্রের গণ-উৎপাদনের খবর জানতে পেরেছে। এখন তারা এ তথ্য জানার চেষ্টা করছে যে, পিয়ংইয়ং ঠিক কি পরিমাণ লরি উৎপাদন করছে এবং এগুলো উৎপাদনের কাজ কতখানি অগ্রসর হয়েছে।


চলতি বছরের ফেব্রুয়ারিতে কিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন ও উৎক্ষেপণকারী বিশাল লরি নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। এ ধরনের লরিতে করে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এক স্থান থেকে আরেক স্থানে বহন এবং যেকোনো সময় যেকোনো স্থান থেকে নিক্ষেপ করা যায়। এতদিন হাতে গোনা কিছু লরি দিয়ে এসব ক্ষেপণাস্ত্র বহন করা হলেও এগুলোর গণ-উৎপাদন শুরু করেনি পিয়ংইয়ং।


কিয়োদো জানিয়েছে, উত্তর কোরিয়া এরকম ৭০টি লরি তৈরির যন্ত্রাংশ আমদানি করার জন্য কয়েক কোটি ডলার বাজেট বরাদ্দ দিয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com