শিরোনাম
তুর্কি জাহাজ আটক করেছে হাফতার বাহিনী
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১৯, ১৯:১৩
তুর্কি জাহাজ আটক করেছে হাফতার বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্কের একটি জাহাজ আটক করেছে আমেরিকার মদদপুষ্ট লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতার বাহিনী।


শনিবার (২২ডিসেম্বর)হাফতার বাহিনীর এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছে, তুরস্কের ওই জাহাজটিকে লিবিয়ার পূর্বাঞ্চলীয় দেরনা শহরের রাস আল-হিলাল বন্দরে নেয়া হয়েছে। সেখানে জাহাজটিকে তল্লাশি করা হবে। খবর রয়টার্সের।


আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, হাফতারের প্রতিদ্বন্দ্বী গ্রুপের সঙ্গে তুরস্ক একটি প্রতিরক্ষা চুক্তি সই করার পরপরই ওই জাহাজটি আকট করা হয়।


হাফতারের বাহিনী বার্তা সংস্থা রয়টার্সকে একটি ভিডিও ফুটেজ দিয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, হাফতার বাহিনীর তুরস্কের আটককৃত জাহাজটির তিন ক্রুকে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি তারা তিন নাগরিকের পাসপোর্টের কপি প্রকাশ করেছে।


প্রসঙ্গত,লিবিয়ার পূর্বাঞ্চলীয় তবরুক শহর-ভিত্তিক একটি সরকার রয়েছে। যার নেতৃত্ব দিচ্ছে আমেরিকার মদদপুষ্ট জেনারেল হাফতার। অন্যদিকে, জাতিসংঘ স্বীকৃত ত্রিপোলিভিত্তিক জাতীয় সরকার রয়েছে। সম্প্রতি ত্রিপোলিভিত্তিক সরকারের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি করেছে তুরস্ক।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com