শিরোনাম
ভারত-পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৩
ভারত-পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত-পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।শুক্রবার (২০ডিসেম্বর) এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।


ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লিসহ ভারতের উত্তরাঞ্চলে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প হয়েছে। প্রায় এক মিনিট স্থায়ী হয় এ ভূমিকম্প। এতে আতঙ্কে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ।


দিল্লিতে ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৬.৩ হলেও উৎসস্থল আফগানিস্তানের হিন্দুকুশ। উৎসস্থলে কম্পনের তীব্রতা ৬.৮। ভূমিকম্প হয়েছে পাকিস্তানেও; সেখানে ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্প হয়েছে। ধারণা করা হচ্ছে, এই ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি ব্যাপক হতে পারে।


ভূমিকম্পের সময় পাকিস্তানের একটি শহরের মানুষজনকে রাস্তায় বের হয়ে এসে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।


এরই মধ্যে ভূমিকম্পের সময়কার একটি ভিডিও টুইটারে প্রকাশ করেছে এনডিটিভি। সেই ভিডিওতে দেখা যায়, অফিসের ফ্যান এবং ঝাড় বাতি ভূমিকম্পের ফলে ব্যাপকহারে দুলছে। সেই ভিডিও দেখে অনেকেই ধারণা করছেন, ক্ষয়ক্ষতি অনেক বেশি হতে পারে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com