শিরোনাম
মোদির ওপর হামলার আশঙ্কা, সতর্কতা জারি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১৯, ১৮:১২
মোদির ওপর হামলার আশঙ্কা, সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর হামলার আশঙ্কা করছে দেশটির গোয়েন্দা সংস্থা।বিতর্কিত নাগরিকত্ব আইন, বাবরি মসজিদের রায় এবং সংবিধানের ৩৭০ ধারার বিলোপের জেরে মোদির ওপর এ হামলা চালানো হতে পারে বলে ধারণা গোয়েন্দা সংস্থার।


শুক্রবার (২০ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম এই সময় তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২২ ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তার ওপর হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে মোদির ওপর হামলার শঙ্কায় সতর্কবার্তা জারি করা হয়েছে।


ওই প্রতিবেদনে আরো বলা হয়, ২২ ডিসেম্বর রামলীলা ময়দানে বিজেপির একটি বিশাল সমাবেশে উপস্থিত থাকবেন মোদি। সেখানে দিল্লির অবৈধ কলোনিগুলোকে নির্দিষ্ট নিয়মের আওতায় আনার বিষয়ে জোর দেয়া হবে। সেই সমাবেশকেই পাক সন্ত্রাসবাদীরা টার্গেট করেছে বলে স্পেশাল প্রোটেকশন গ্রুপ ও দিল্লি পুলিশকে জানিয়েছে গোয়েন্দা দফতর।


ভারতীয় গোয়েন্দা দফতর জানিয়েছে, জইশ-ই-মুহম্মদ এই হামলার দায়িত্ব নিয়েছে। অনুষ্ঠানে মোদি ছাড়াও বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীর ওপর হামলা হতে পারে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com