শিরোনাম
দিল্লিতে পুলিশের সঙ্গে সাধারণ জনতার খণ্ডযুদ্ধ
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৯, ২১:৫৮
দিল্লিতে পুলিশের সঙ্গে সাধারণ জনতার খণ্ডযুদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে মুসলিম বিরোধী নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে দিল্লির রাজপথ রণক্ষেত্র হয়ে উঠেছে। মঙ্গলবার (১৭ডিসেম্বর) বিতর্কিত এই বিলটি বাতিলের দাবিতে দিল্লির রাজপথে পুলিশের সাথে সাধারণ জনতার খণ্ড যুদ্ধ হয়েছে।


ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির জানিয়েছে, গত দুই দিনের মতো মঙ্গলবারও দিল্লির সিলামপুর এলাকায় কয়েক হাজার সাধারণ মানুষ নাগরিকত্ব আইনের প্রতিবাদে জড়ো হন। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ হয়। ঘটনার জেরে সাতটি মেট্রো স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে।


ভারতীয় পুলিশ দাবি করেছে, বিক্ষুব্ধ জনতা পুলিশের দিকে ইট ছুড়ে মারার পর তার পাল্টা কাঁদানে গ্যাস ছুড়েছে। এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। উত্তেজিত জনতা একটি স্কুল বাসে ভাঙচুর চালিয়েছে এবং পুলিশের একটি পিকেটে আগুন ধরিয়ে দিয়েছে।


এদিকে সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে মঙ্গলবার ফের রাজপথে নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তার নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান।


দুপুর ১টা নাগাদ যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় ভবানীপুরের যদুবাবুর বাজারে।


মিছিল শুরুর আগে মমতা বলেন, নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপঞ্জীর বিরুদ্ধে যে সব গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে, সেগুলোকে সমর্থন জানাই। পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না। কাউকে বাংলা ছেড়ে যেতে দেব না।


মমতা বলেন, ‘বিজেপি ভাবছে দেশ দখল করে নিয়েছি। সংখ্যার জোরে আইন পাস করানো যায়। মানুষের সমর্থন না পেলে কার্যকরী হয় না।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com