শিরোনাম
দুই চীনা কূটনীতিক বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র, প্রতিবাদ বেইজিংয়ের
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৯, ২২:২৩
দুই চীনা কূটনীতিক বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র, প্রতিবাদ বেইজিংয়ের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের দুজন কূটনীতিককে বহিষ্কার করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং।


তিনি বলেন, কূটনীতিক বহিষ্কারের ব্যাপারে যুক্তরাষ্ট্র ভুল পদক্ষেপ নিয়েছে এবং তা তাদেরকে সংশোধন করতে হবে।রবিবার (১৫ডিসেম্বর) নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।


গেং শুয়াং বলেন, যুক্তরাষ্ট্র চীনা কূটনীতিকদের বহিষ্কারের ক্ষেত্রে বাস্তবতাকে চরমভাবে অপমান করেছে।


তিনি বলেন, ভিয়েনা কনভেনশন অনুসারে কূটনৈতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আমরা জোরালোভাবে মার্কিন সরকারকে তাদের ভুল সংশোধনের আহবান জানাবো এবং চীনা কূটনীতিকদের ব্যাপারে যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে তা বাতিল করার কথা বলব।


আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, চলতি বছরের গোড়ার দিকে নিরাপত্তা ভেঙে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি স্পর্শকাতর সামরিক ঘাঁটিতে গাড়ি চালিয়ে যাওয়ার জন্য ওই কূটনীতিকদের বহিষ্কার করে ওয়াশিংটন।


নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াশিংটন গোপনে চলতি বছরের গোড়ার দিকে চীনা দূতাবাসের দুই কর্মকর্তাকে বহিষ্কার করে। বহিষ্কৃত দুই কর্মকর্তার ভেতর একজন কূটনীতিকের ছদ্মাবরণে গোয়েন্দাবৃত্তি করতেন বলে ধারণা করা হচ্ছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com