শিরোনাম
যুক্তরাষ্ট্রের নিন্দায় রাশিয়া-চীন
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৯, ২০:৪১
যুক্তরাষ্ট্রের নিন্দায় রাশিয়া-চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় নিন্দা জানিয়েছে বিশ্বের দুই গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র রাশিয়া ও চীন। খবর ফার্স নিউজের।


রুশ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যদিয়ে একথা পরিষ্কার হয়েছে যে, ওয়াশিংটন আয়নিক যুক্তি পরিপূর্ণভাবে ভেঙে দেয়ার পরিকল্পনা নিচ্ছে।


অন্যদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেছেন, বিশ্ববাসীর উচিত যুক্তরাষ্ট্রের এই অশুভ উদ্দেশ্য এবং এর নেতিবাচক প্রভাবের উপর নজর রাখা।


তিনি বলেন, ওয়াশিংটনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে উন্নতমানের ক্ষেপণাস্ত্র তৈরি করা এবং একতরফাভাবে সামরিক সুবিধা নেয়া।


ঐতিহাসিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ইন্টারমিডিয়েট নিউক্লিয়ার ফোর্সেস বা আইএনএফ থেকে বেরিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র এই প্রথমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল।


এর আগে গত বৃহস্পতিবার পেন্টাগন বলেছে, তারা ভূমিভিত্তিক একটি পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ভ্যানডেনবার্গ বিমানঘাঁটি থেকে ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয় এবং ক্ষেপণাস্ত্রটি ৫০০ কিলোমিটার পথ পাড়ি দেয়।


এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং মোতায়েন নিষিদ্ধ করা হয়েছিল আইএনএফ চুক্তিতে। শীতল যুদ্ধ কমিয়ে আনার লক্ষ্যে ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া চুক্তিটি সই করে। চুক্তিতে ৫০০ থেকে শুরু করে ৫,৫০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন, মোতায়েন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু গত আগস্ট মাসে ওয়াশিংটন একতরফাভাবে এ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com