শিরোনাম
কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী আরো ৩ মাস গৃহবন্দী
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৩:১৩
কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী আরো ৩ মাস গৃহবন্দী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে আরো ৩ মাস গৃহবন্দী থাকতে হবে।


ভারতের কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক এবং অগণতান্ত্রিক আখ্যা দিয়েছে তার দল। টুইটারে নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লিখেছেন, এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমাদের মতো গণতান্ত্রিক দেশে এ সব হচ্ছে! অগণতান্ত্রিক পদক্ষেপ।


আলোচিত এই নেতা তিনবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হয়েছেন। ন্যাশনাল কনফারেন্স থেকে পাঁচবার সাংসদও হয়েছেন। এই মুহূর্তে লোকসভার সদস্য তিনি। গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর বন্দি করা হয় তাকে। তার পর ১৭ আগস্ট তার উপর জননিরাপত্তা আইন প্রয়োগ করে বিজেপি সরকার। এই আইনের আওতায় বিনা বিচারে দুই বছর পর্যন্ত কাউকে আটক করে রাখা যায়।


শুধুমাত্র ফারুক আবদুল্লাহ নন, গত ৫ আগস্ট থেকে উপত্যকায় বন্দি রয়েছেন সেখানকার আরো দুই সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com