শিরোনাম
ভারতে নাগরিকত্ব আইনে পরিবর্তনের ইঙ্গিত অমিতের
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৯, ১০:১৩
ভারতে নাগরিকত্ব আইনে পরিবর্তনের ইঙ্গিত অমিতের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের বহুল বিতর্কিত নাগরিকত্ব আইনে ‘প্রয়োজনে কিছুটা পরিবর্তন’ আসতে পারে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আইনটি নিয়ে ভারতজুড়ে বিক্ষোভ শুরু হওয়ার পেছনে তিনি বিরোধী দল কংগ্রেসকে দুষেছেন তিনি।


আইনটি পাস হওয়ার পর এই প্রথম কোনো সভায় কথা বললেন অমিত। শনিবার (১৪ ডিসেম্বর) এক র‌্যালি শেষে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির নেতৃত্বে নির্যাতিতদের রক্ষার দায়িত্ব সরকারের। মেঘালয়ের মুখ্যমন্ত্রী তাদের সমস্যার কথা নিয়ে আমার কাছে এসেছিলেন। আমি বলেছি প্রয়োজনে কিছুটা পরিবর্তন আসতে পারে। এ জন্য তাদের বড়দিনের পর দেখা করতে বলেছি। কারো ভয়ের কিছু নেই।


আইনটিতে বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে শরণার্থী হিসেবে হিন্দু, পারসি, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মাবলম্বীরা আশ্রয় নিতে বাধ্য হলে তাদের নাগরিকত্ব দেয়া হবে। সেখানে প্রতিবেশী দেশ থেকে যাওয়া মুসলিমদের বিষয়ে কোনো উল্লেখ নেই।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com