শিরোনাম
ভারতে পুলিশের গুলিতে নিহত ৫
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৩
ভারতে পুলিশের গুলিতে নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের পার্লামেন্টে পাস হওয়া বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) প্রতিবাদে বিক্ষোভ করছে দেশটির হাজার হাজার মানুষ।


বৃহস্পতিবার (১২ডিসেম্বর) আসামের রাজধানী গোহাটিতে কারফিউ ভেঙে রাস্তায় নামে জনতা। এ সময় উত্তেজিত জনতাকে থামাতে গুলি চালায় পুলিশ। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।


ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারপত্রিকা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গুয়াহাটির লাচিতনগরে নিরাপত্তা বাহিনীর গুলিতে দীপাঞ্জল দাস নামে সেনা ক্যান্টিনের এক কর্মী নিহত হয়েছে। গুয়াহাটিরই হাতিগাঁও শঙ্কর পথে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। এছাড়া, শঙ্কর পথে দু’জন এবং বশিষ্ঠ নতুন বাজার এলাকাতে একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে।


এদিকে উত্তপ্ত পরিস্থির মধ্যেই তাড়াহুড়ো করে নাগরিকত্ব সংশোধনী বিলে স্বাক্ষর করে একে আইনে পরিণত করেছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।


এই সংশোধনী বিল অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, জৈনসহ সংখ্যালঘুরা ভারতে নাগরিকত্বের দাবি জানাতে পারবেন। তবে এতে মুসলমানদের জন্য তেমন কোনো ব্যবস্থা রাখা হয়নি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com