শিরোনাম
ব্রিটেনে জয়ের পথে কনজারভেটিভ পার্টি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৮
ব্রিটেনে জয়ের পথে কনজারভেটিভ পার্টি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্রিটেনে বুথ ফেরত জরিপ অনুযায়ী ক্ষমতাসীন বরিস জনসনের কনজারভেটিভ পার্টি ফের ক্ষমতায় আসতে যাচ্ছে।


বৃহস্পতিবার(১২ডিসেম্বর) যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষ হওয়া মাত্রই বুথ ফেরত জরিপের এই ফল প্রকাশ করা হয়। বিবিসি, স্কাই এবং আইটিভির পক্ষে জরিপকারী প্রতিষ্ঠান ইপসস মোরি এ জরিপ পরিচালনা করে।


জরিপ অনুযায়ী সব আসনের ভোট গণনা শেষ হলে কনজারভেটিভ পার্টি ৩৬৮টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ২০১৭ সালের নির্বাচন থেকে ৫০টি আসন বেশি। জরিপের এই আভাস সত্যি হলে এটি হবে ১৯৮৭ সালের পর কনজারভেটিভের বড় বিজয়।


অন্যদিকে লেবার পার্টি ১৯১টি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ১৩ ও এসএনপি ৫৫টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা আছে। চূড়ান্ত ফল শুক্রবার দুপুরের মধ্যে জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।


বুথ ফেরত জরিপ হলো- ভোটাররা ভোট দিয়ে বেরিয়ে আসার পথে তাদের হাতে একটি নকল ব্যালট পেপার দিয়ে তা পূরণ করতে বলা হয়। এ ধরণের জরিপের ফল সাম্প্রতিক বছরগুলোতে প্রায় সত্যি বলে প্রমাণিত হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com